مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী
2871 - حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ سَعِيدٍ، قَالَ : حَدَّثَنِي أَبِي قَالَ : كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ، فَأَتَاهُ رَجُلٌ، فَقَالَ : مَنْ أَنْتَ ؟ قَالَ : فَمَتَّ لَهُ بِرَحِمٍ بَعِيدَةٍ، فَأَلانَ لَهُ الْقَوْلَ، فَقَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` اعْرِفُوا أَنْسَابَكُمْ تَصِلُوا أَرْحَامَكُمْ، فَإِنَّهُ لا قُرْبَ بِالرَّحِمِ إِذَا قُطِعَتْ وَإِنْ كَانَتْ قَرِيبَةً، وَلا بُعْدَ بِهَا إِذَا وُصِلَتْ وَإِنْ كَانَتْ بَعِيدَةً ` *
অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: “তোমরা তোমাদের বংশধারা সম্পর্কে জ্ঞান রাখো, যাতে তোমরা তোমাদের আত্মীয়তার বন্ধন (সিলাতুর রাহিম) রক্ষা করতে পারো। কেননা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা হলে, যদিও তা নিকটবর্তী হয়, তাতে কোনো নৈকট্য অবশিষ্ট থাকে না। আর যদি তা রক্ষা করা হয়, তবে তা দূরবর্তী হলেও তাতে কোনো দূরত্ব থাকে না।”