الحديث


مسند أبي داود الطيالسي
Musnad Abi Dawood Twayalisi
মুসনাদ আবী দাউদ ত্বায়ালিসী





مسند أبي داود الطيالسي (2842)


2842 - حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ شُعْبَةَ، قَالَ : ` كَانَ ابْنُ عَبَّاسٍ إِذَا اغْتَسَلَ مِنَ الْجَنَابَةِ أَفْرَغَ بِيَمِينِهِ عَلَى يَسَارِهِ سَبْعًا، قَالَ : فَجَعَلَ يَوْمًا يَصُبُّ عَلَى يَسَارِهِ، فَقَالَ لِي : تَدْرِي كَمْ صَبَبْتُ ؟ قُلْتُ : لا، قَالَ : لا أُمَّ لَكَ، وَلِمَ لا تَدْرِي ؟ فَأَفْرَغَ عَلَى يَسَارِهِ سَبْعًا وَتَوَضَّأَ وُضُوءَهُ لِلصَّلاةِ، ثُمَّ صَبَّ عَلَى رَأْسِهِ، ثُمَّ قَالَ : هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَعَلَ ذَلِكَ ` *




অনুবাদঃ আবদুল্লাহ ইবনে আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি যখন জানাবাত (বড় অপবিত্রতা) থেকে গোসল করতেন, তখন তিনি তাঁর ডান হাত দ্বারা বাম হাতের উপর সাতবার পানি ঢালতেন। (বর্ণনাকারী) বলেন, একদিন তিনি তাঁর বাম হাতের উপর পানি ঢালা শুরু করলেন। অতঃপর তিনি আমাকে জিজ্ঞেস করলেন, "তুমি কি জানো আমি কতবার ঢেলেছি?" আমি বললাম, "না।" তিনি বললেন, "তোমার জন্য আফসোস! কেন তুমি জানো না?" এরপর তিনি তাঁর বাম হাতের উপর সাতবার পানি ঢাললেন এবং সালাতের জন্য যেভাবে ওযু করা হয় সেভাবে ওযু করলেন। অতঃপর তিনি তাঁর মাথার উপর পানি ঢাললেন। এরপর তিনি বললেন, "আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঠিক এভাবেই করতে দেখেছি।"