الحديث


مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ





مسند ابن الجعد (44)


44 - حَدَّثَنِي أَحْمَدُ بْنُ زُهَيْرٍ ، قَالَ : نا ابْنُ الأَصْبَهَانِيِّ ، قَالَ : نا عَبْدُ السَّلامِ ، عَنْ أَبِي خَالِدٍ الدَّالانِيِّ ، قَالَ : قُلْتُ لِعَمْرِو بْنِ مُرَّةَ تُحَدِّثُ فُلانًا وَهُوَ كَذَا وَكَذَا ؟ قَالَ : ` إِنَّمَا اسْتُودِعْنَا شَيْئًا فَنَحْنُ نُؤَدِّيهِ ` *




অনুবাদঃ আবু খালিদ আদ-দালানি (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি আমর ইবনে মুররাহকে জিজ্ঞাসা করলাম, “আপনি কি অমুক ব্যক্তির নিকট হাদীস বর্ণনা করেন, অথচ সে তো এমন এমন (দোষযুক্ত)?” তিনি উত্তরে বললেন, “নিশ্চয়ই আমাদের নিকট একটি জিনিসের আমানত রাখা হয়েছে, আর আমরা তা শুধু পৌঁছে দেই।”