مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ
مسند ابن الجعد (3028)
3028 - حَدَّثَنِي عَمِّي ، نَا سُلَيْمَانُ ، قَالَ : سَمِعْتُ يَزِيدَ بْنِ هَارُونَ ، يَقُولُ : ` رَأَيْتُ شُعْبَةَ بْنَ الْحَجَّاجِ عِنْدَ فَرَجِ بْنِ فَضَالَةَ يَسْأَلُهُ عَنْ حَدِيثٍ مِنْ حَدِيثِ إِسْمَاعِيلَ بْنِ عَيَّاشٍ ` *
অনুবাদঃ ইয়াযিদ ইবনে হারুন (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি শু‘বাহ ইবনুল হাজ্জাজকে ফারাজ ইবনে ফাদ্বালার নিকট দেখেছি। তিনি ইসমাঈল ইবনে আইয়াশের সূত্রে বর্ণিত কোনো একটি হাদীস সম্পর্কে তাকে জিজ্ঞাসা করছিলেন।