الحديث


مسند ابن الجعد
Musnad ibnul Ja`d
মুসনাদ ইবনুল জা`দ





مسند ابن الجعد (13)


13 - نا أَحْمَدُ بْنُ زُهَيْرٍ ، قَالَ : سَمِعْتُ يَحْيَى بْنَ مَعِينٍ ، يَقُولُ : ` كَانَ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ إِذَا سَمِعَ الْحَدِيثَ مِنْ شُعْبَةَ لَمْ يُبَالِ أَنْ لا يَسْمَعَهُ مِنْ غَيْرِهِ ` *




অনুবাদঃ ইয়াহইয়া ইবনু মাঈন (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:

ইয়াহইয়া ইবনু সাঈদ আল-কাত্তান (রাহিমাহুল্লাহ)-এর এমন অভ্যাস ছিল যে, তিনি যখন শু’বা (রাহিমাহুল্লাহ)-এর নিকট থেকে কোনো হাদীস শুনতেন, তখন অন্য কারো নিকট থেকে সেই হাদীস না শুনলেও তিনি পরোয়া করতেন না (অর্থাৎ, শু’বার বর্ণনা তাঁর জন্য যথেষ্ট হতো)।