مسند الحارث
Musnad Al Haris
মুসনাদ আল হারিস
مسند الحارث (19)
19 - حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، ثنا صَالِحٌ، ثنا قَتَادَةُ، عَنْ زُرَارَةَ بْنِ أَوْفَى أَنَّ رَجُلًا، قَامَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ إِنَّ فِيَ صَدْرِي شَيْئًا لَوْ أبْدَيْتُهُ هَلَكْتُ أَفَهَالِكٌ أَنَا قَالُ: لَا إِنَّ «اللَّهَ عز وجل تَجَاوَزَ لِأُمَّتِي مَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا مَا لَمْ تَكَلَّمْ بِهِ أَوْ تَعْمَلْ»
অনুবাদঃ এক ব্যক্তি নাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে দাঁড়িয়ে বলল: হে আল্লাহর রাসূল! আমার অন্তরে এমন কিছু আছে, যা প্রকাশ করলে আমি ধ্বংস হয়ে যাব। আমি কি ধ্বংস হয়ে যাব? তিনি বললেন: না। "নিশ্চয়ই আল্লাহ আযযা ওয়া জাল্ল আমার উম্মতের জন্য ঐসব বিষয় ক্ষমা করে দিয়েছেন, যা তাদের মনে উদিত হয়, যতক্ষণ না তারা তা মুখে উচ্চারণ করে অথবা কাজ দ্বারা প্রকাশ করে।"