مسند ابن أبي شيبة
Musnad ibnu Abi Shaybah
মুসনাদ ইবনু আবী শায়বাহ
993 - نا ابْنُ نُمَيْرٍ، قَالَ : نا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ رَجُلٍ، مِنَ الأَنْصَارِ مِنْ بَنِي سَلِمَةَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` إِنْ يَكُنْ فِي شَيْءٍ مِمَّا تُعَالِجُونَ بِهِ شِفَاءٌ، فَفِي شَوْطَةِ مِحْجَمٍ، أَوْ شَرْبَةِ عَسَلٍ، أَوْ لَذْعَةٍ مِنْ نَارٍ تُصِيبُ الْمَاءَ، وَمَا أُحِبُّ أَنْ أَكْتَوِيَ ` *
অনুবাদঃ বানু সালিমার আনসারী এক ব্যক্তি থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন:
তোমরা যা দিয়ে চিকিৎসা করো, যদি তার কোনো কিছুর মধ্যে আরোগ্য (শিফা) থাকে, তবে তা হলো শিঙা লাগানোর (কাপিংয়ের) একটি আঁচড় (আঘাত), অথবা মধু পান করার মধ্যে, অথবা আগুন দ্বারা দাগানো (দাহন) করার মধ্যে, যা (শরীরের) পানি (রস/ফোলা) দূর করে। কিন্তু আমি দাগানো পছন্দ করি না।