مسند ابن أبي شيبة
Musnad ibnu Abi Shaybah
মুসনাদ ইবনু আবী শায়বাহ
978 - نا ابْنُ فُضَيْلٍ، عَنْ عَطَاءٍ، عَنْ مَالِكِ بْنِ الصَّبَّاحِ، عَنْ رَجُلٍ مِنْ ثَقِيفٍ قَالَ : أَتَى رَجُلٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ، جِئْتُ بِبِضَاعَتِي، قَالَ : ` وَمَا بِضَاعَتُكَ ؟ ` قَالَ : الْخَمْرُ، قَالَ : ` انْطَلِقْ بِهَا إِلَى الْبَطْحَاءِ، فَحُلَّ أَفْوَاهَهَا فَأَهْرِقْهَا ` فَخَرَجَ بِهَا وَأَبَتْ نَفْسُهُ فَرَجَعَ إِلَيْهِ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ، مَا لِي وَلِعِيَالِي هَارِبٌ وَلا قَارِبٌ غَيْرُهَا، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ` اخْرُجْ بِهَا إِلَى الْبَطْحَاءِ، فَحُلَّ أَفْوَاهَهَا وَأَهْرِقْهَا ` قَالَ : فَفَعَلَ ثُمَّ رَجَعَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ : قَدْ فَعَلْتُ يَا رَسُولَ اللَّهِ، قَالَ : فَرَفَعَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَيْهِ حَتَّى رُئِيَ بَيَاضُ إِبْطَيْهِ، فَقَالَ : ` اللَّهُمَّ أُغْنِي فُلانًا وَآلَ فُلانٍ مِنْ فَضْلِكَ `، فَإِنْ كَانَ الرَّجُلُ مِنْ أَهْلِ ذَلِكَ الْبَيْتِ لَيَمُوتُ فَيُوَرِّثُ أَلْفَ بَعِيرٍ *
অনুবাদঃ ছাকীফ গোত্রের এক ব্যক্তি থেকে বর্ণিত:
এক ব্যক্তি নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ! আমি আমার পণ্যদ্রব্য নিয়ে এসেছি। তিনি বললেন, “তোমার পণ্যদ্রব্য কী?” লোকটি বলল, মদ। তিনি বললেন, “এটা নিয়ে বাতহা (উপত্যকা)-তে চলে যাও, সেগুলোর মুখ খুলে দাও এবং তা ঢেলে দাও।”
লোকটি তা নিয়ে চলে গেল, কিন্তু তার মন সায় দিল না। তাই সে তাঁর (নবী সঃ)-এর কাছে ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ! আমার ও আমার পরিবারের জন্য এটি ছাড়া আর কোনো নিকটবর্তী বা দূরবর্তী (সম্পদ/ব্যবসার) উৎস নেই।
তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, “এটা নিয়ে বাতহা (উপত্যকা)-তে যাও, সেগুলোর মুখ খুলে দাও এবং তা ঢেলে দাও।” লোকটি বলল, এরপর সে তাই করল। অতঃপর সে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে ফিরে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ! আমি তা করেছি।
বর্ণনাকারী বলেন, তখন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) তাঁর দু’হাত এত উপরে তুললেন যে, তাঁর বগলের শুভ্রতা দেখা গেল। এরপর তিনি বললেন, “হে আল্লাহ! অমুক ও অমুকের পরিবারকে তোমার অনুগ্রহে অভাবমুক্ত করে দাও।”
এরপর থেকে সেই লোকটির পরিবার থেকে কেউ যখন মৃত্যুবরণ করত, সে এক হাজার উট উত্তরাধিকার সূত্রে রেখে যেত।