الحديث


مسند ابن أبي شيبة
Musnad ibnu Abi Shaybah
মুসনাদ ইবনু আবী শায়বাহ





مسند ابن أبي شيبة (45)


45 - نا وَكِيعُ بْنُ الْجَرَّاحِ، عَنْ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ، عَنْ أَبِي السَّفَرِ، قَالَ : كَسَرَ رَجُلٌ مِنْ قَرْيَةٍ سِنَّ رَجُلٍ مِنَ الأَنْصَارِ، فَاسْتَعْدَى عَلَيْهِ مُعَاوِيَةُ، فَقَالَ الْقُرَشِيُّ : إِنَّ هَذَا أَدَقُّ شَيْءٍ، قَالَ مُعَاوِيَةُ : كَلا إِنَا سَنُرْضِيهِ، قَالَ : فَلَمَّا أَلَحَّ عَلَيْهِ الأَنْصَارِيُّ، قَالَ مُعَاوِيَةُ : شَأْنُكَ بِصَاحِبِكَ، وَأَبُو الدَّرْدَاءِ جَالِسٌ، فَقَالَ أَبُو الدَّرْدَاءِ : سَمِعْتُ رسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : ` مَا مِنْ رَجُلٍ يُصَابُ بِشَيْءٍ فِي جَسَدِهِ، فَيَتَصَدَّقُ بِهِ إِلا رَفَعَهُ اللَّهُ بِهَا دَرَجَةً، وَحَطَّ عَنْهُ بِهَا خَطِيئَةً ` . فَقَالَ الأَنْصَارِيُّ : أَأَنْتَ سَمِعْتَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ قَالَ : سَمِعَتْهُ أُذُنَايَ، وَوَعَاهُ قَلْبِي، فَعَفَا عَنْهُ *




অনুবাদঃ আবু আস-সাফার থেকে বর্ণিত:

এক গ্রামের (জনপদের) এক ব্যক্তি এক আনসারী লোকের দাঁত ভেঙে দিল। আনসারী লোকটি মু'আবিয়া (রাঃ)-এর কাছে বিচার প্রার্থনা করল। তখন সেই কুরাইশী লোকটি বলল: নিশ্চয়ই এটি (প্রতিশোধ গ্রহণের দাবি) খুবই সূক্ষ্ম বিষয় (তুচ্ছ)। মু'আবিয়া (রাঃ) বললেন: না, আমরা তাকে অবশ্যই সন্তুষ্ট করব।

বর্ণনাকারী বলেন: যখন আনসারী লোকটি (ক্ষতিপূরণ বা প্রতিশোধের দাবিতে) পীড়াপীড়ি করতে লাগল, তখন মু'আবিয়া (রাঃ) বললেন: তোমার ব্যাপার তোমার সাথীর (অপরাধীর) সাথে।

(এ সময়) আবুদ দারদা (রাঃ) সেখানে উপবিষ্ট ছিলেন। তিনি বললেন: আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছি:

“এমন কোনো ব্যক্তি নেই যে তার শরীরে কোনো কিছুর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, আর সে যদি সেটি সদকা করে দেয় (ক্ষমা করে দেয়), তবে আল্লাহ এর বিনিময়ে তার একটি স্তর উন্নত করেন এবং এর বিনিময়ে তার একটি পাপ মোচন করেন।”

তখন আনসারী লোকটি বলল: আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কাছ থেকে এই কথা সরাসরি শুনেছেন?

তিনি বললেন: আমার দুই কান তা শুনেছে এবং আমার হৃদয় তা সংরক্ষণ করেছে (মনে রেখেছে)।

এরপর লোকটি তাকে ক্ষমা করে দিল।