الحديث


مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী





مسند الروياني (5)


5 - نا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، نا مُؤَمَّلٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: “ لَحُرْمَةُ نِسَاءِ الْمُهَاجِرِينَ عَلَى الْقَاعِدِينَ كَحُرْمَةِ أُمَّهَاتِكُمْ، وَمَا مِنْ أَحَدٍ مِنَ الْقَاعِدِينَ خَلَفَ أَحَدًا مِنَ الْمُهَاجِرِينَ فِي أَهْلِهِ بِسُوءٍ إِلَّا أُقِيمَ لَهُ يَوْمَ الْقِيَامَةِ، قِيلَ لَهُ: هَذَا خَلَفَكَ فِي أَهْلِكَ بِسُوءٍ، فَخُذْ مِنْ حَسَنَاتِهِ مَا شِئْتَ، فَمَا ظَنُّكُمْ؟ “




অনুবাদঃ বুরাইদাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন: “মুহাজিরদের স্ত্রীদের সম্মান যারা জিহাদে যায়নি (তাদের নিকট) তোমাদের মায়েদের সম্মানের মতো। যারা জিহাদে যায়নি তাদের মধ্যে কেউ যদি কোনো মুহাজিরের অনুপস্থিতিতে তার পরিবারের সাথে খারাপ ব্যবহার করে, তবে কিয়ামতের দিন তাকে দাঁড় করানো হবে এবং তাকে (মুহাজিরকে) বলা হবে: এ তোমার অনুপস্থিতিতে তোমার পরিবারের সাথে খারাপ ব্যবহার করেছে। সুতরাং তুমি তার নেক আমল থেকে যা ইচ্ছা গ্রহণ করে নাও। এ অবস্থায় তোমাদের ধারণা কী?”