الحديث


مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী





مسند الروياني (199)


199 - نا ابْنُ إِسْحَاقَ، أنا عَمْرُو بْنُ طَارِقٍ، نا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ: أَنَّهُ سَمِعَ عَبْدَ الرَّحْمَنِ بْنَ شِمَاسَةَ يَقُولُ: أَصَابَ غُلَامٌ سِنَّ آخَرَ، فَقَالَ أَبُوهُ: عَلَيْهِ إنْ قَبِلَ مِنْهُ دِيَةً حَتَّى يَكْسَرَ كَمَا كَسَرَ سَنَّ ابْنِهِ، فَطُلِبَ إِلَيْهِ فَأَبَى، فَدَخَلُوا عَلَى عَبْدِ الْعَزِيزِ بْنِ مَرْوَانَ فَقَالَ: مَا بِي إِلَّا أَنْ نَذَرْتُ، فَقَالَ أَبُو الْخَيْرِ: أَلَا أُخْبِرُ الْأَمِيرَ بِمَا سَمِعْتُ مِنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ؟ قَالَ: سَمِعْتُ عُقْبَةَ بْنَ عَامِرٍ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «كَفَّارَةُ النَّذْرِ كَفَّارَةُ يَمِينٍ» فَقَالَ: قَدْ جَاءَكَ اللَّهُ بِرُخْصَةٍ، فَقُلْتُ لِكَعْبٍ: لَمْ يُسَمِّ كَذَا وَكَذَا؟ قَالَ: لَا، إِلَّا قَالَ هَكَذَا “




অনুবাদঃ আব্দুর রহমান ইবনে শিমাসা (রহঃ) থেকে বর্ণিত:

এক গোলাম অন্য একজনের একটি দাঁত ভেঙে দিল। তার পিতা বলল: সে (আহত ব্যক্তি) যদি দিয়াহ (ক্ষতিপূরণ) গ্রহণ করে তবে ভিন্ন কথা, অন্যথায় সে যেন তার পুত্রের দাঁত যেভাবে ভেঙেছে, সেভাবে ভেঙে দেয়। তাদের কাছে দিয়াহ গ্রহণের আবেদন করা হলো, কিন্তু তারা অস্বীকার করল।

অতঃপর তারা আব্দুল আযীয ইবনে মারওয়ানের কাছে উপস্থিত হলো। তিনি বললেন: আমার জন্য (সিদ্ধান্ত দিতে) বাধা হলো শুধু এই যে, আমি মানত করে ফেলেছি। তখন আবুল খায়ের বললেন: আমি কি আমীরকে সেই কথা জানাবো না, যা আমি উকবা ইবনে ‘আমির (রাঃ)-এর কাছে শুনেছি?

তিনি (আবুল খায়ের) বললেন: আমি উকবা ইবনে ‘আমির (রাঃ)-কে বলতে শুনেছি যে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: "মানতের কাফফারা হলো কসমের কাফফারা।"

তখন (আব্দুল আযীয) বললেন: আল্লাহ্‌ তোমাদের জন্য সহজ ব্যবস্থা (রুখসাহ) নিয়ে এসেছেন।

(বর্ণনাকারী কা'ব ইবনে আলকামাহ বলেন) আমি কা'বকে জিজ্ঞেস করলাম: তিনি কি এইভাবে নির্দিষ্ট করে দেননি যে, এটা অমুক অমুক ধরনের মানত? তিনি বললেন: না, তিনি শুধু এভাবেই বলেছেন।