الحديث


مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী





مسند الروياني (144)


144 - نا ابْنُ إِسْحَاقَ، نا خَلَفٌ، نا عَبْدُ الصَّمَدِ، نا مُحَمَّدُ بْنُ أَبِي الْمَلِيحِ الْهُذَلِيُّ، حَدَّثَنِي رَجُلٌ مِنَ الْحَيِّ: أَنَّ يَعْلَى بْنَ سُهَيْلٍ مَرَّ بِعِمْرَانَ بْنِ حُصَيْنٍ فَقَالَ لَهُ: يَا يَعْلَى، أَلَمْ أُنَبَّأْ أَنَّكَ بِعْتَ دَارَكَ بِمِائَةِ أَلْفٍ؟ قَالَ: بَلَى قَدْ بِعْتُهَا بِمِائَةِ أَلْفٍ، قَالَ: فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ بَاعَ عُقْدَةَ مَالٍ سَلَّطَ اللَّهُ عَلَيْهَا تَالِفًا يُتْلِفُهَا»




অনুবাদঃ ইমরান ইবনু হুসাইন (রাঃ) থেকে বর্ণিত।

ইয়া'লা ইবনু সুহাইল ইমরান ইবনু হুসাইন (রাঃ)-এর পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন ইমরান (রাঃ) তাঁকে বললেন, "হে ইয়া'লা! আমি কি এমন সংবাদ পাইনি যে, তুমি তোমার ঘরটি এক লক্ষের (মুদ্রার) বিনিময়ে বিক্রি করে দিয়েছ?" তিনি বললেন, "হ্যাঁ, আমি তা এক লক্ষের বিনিময়ে বিক্রি করেছি।" তিনি (ইমরান) বললেন, "আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি: 'যে ব্যক্তি তার স্থায়ী সম্পদ (বা স্থাবর সম্পত্তি) বিক্রি করে, আল্লাহ তার উপর এমন কোনো ধ্বংসকারীকে ক্ষমতাবান করে দেন, যা সেটিকে বিনষ্ট করে ফেলে'।"