مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী
13 - نا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، نا عَفَّانُ بْنُ مُسْلِمٍ، نا عَبْدُ الْوَارِثِ، نا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ» قَالَ: ثُمَّ سَمِعْتُهُ يَقُولُ: «مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةً» قُلْتُ يَا رَسُولَ اللَّهِ سَمِعْتُكَ تَقُولُ مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ، ثُمَّ سَمِعْتُكَ تَقُولُ: “ مَنْ أَنْظَرَ مُعْسِرًا فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةً، قَالَ: لَهُ بِكُلِّ يَوْمٍ صَدَقَةٌ قَبْلَ أَنْ يَحِلَّ الدَّينُ، فَإِذَا حَلَّ الدَّينُ فَلَهُ بِكُلِّ يَوْمٍ مِثْلُهُ صَدَقَةً “
অনুবাদঃ তাঁর পিতা বুরাইদাহ (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন:
আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি: "যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তকে (ঋণ পরিশোধের জন্য) অবকাশ দেয়, তার জন্য প্রতিদিনের বিনিময়ে একটি সাদাকা (দান) রয়েছে।"
তিনি (বুরাইদাহ) বলেন: এরপর আমি তাঁকে বলতে শুনেছি: "যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তকে অবকাশ দেয়, তার জন্য প্রতিদিনের বিনিময়ে তার (ঋণের পরিমাণের) সমপরিমাণ সাদাকা (দান) রয়েছে।"
আমি বললাম: ইয়া রাসূলাল্লাহ! আমি আপনাকে বলতে শুনেছি, 'যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তকে অবকাশ দেয়, তার জন্য প্রতিদিনের বিনিময়ে একটি সাদাকা রয়েছে।' এরপর আবার আপনাকে বলতে শুনেছি, 'যে ব্যক্তি কোনো অভাবগ্রস্তকে অবকাশ দেয়, তার জন্য প্রতিদিনের বিনিময়ে তার সমপরিমাণ সাদাকা রয়েছে'?"
তিনি (নাবী সাঃ) বললেন: "ঋণ পরিশোধের সময় হওয়ার পূর্বে (মেয়াদকালে) তার জন্য প্রতিদিনের বিনিময়ে একটি সাদাকা রয়েছে। আর যখন ঋণ পরিশোধের সময় হয়ে যায়, তখন তার জন্য প্রতিদিনের বিনিময়ে তার সমপরিমাণ সাদাকা রয়েছে।"