الحديث


مسند الروياني
Musnad Ar-Ruyani
মুসনাদ আর-রুইয়ানী





مسند الروياني (121)


121 - نا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، نا مُعَاذُ بْنُ هِشَامٍ، نا أَبِي، عَنْ قَتَادَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ هَيَّاجِ بْنِ عِمْرَانَ -[126]- أَنَّ أَبَاهُ أَبَقَ لَهُ غُلَامٌ، فَجَعَلَ للَّهِ عَلَيْهِ لَئِنْ قَدَرَ عَلَيْهِ لَيَقْطَعَ يَدَهُ، فَأَرْسَلَنِي لِأَسْأَلَ، فَسَأَلْتُ سَمُرَةَ بْنَ جُنْدُبٍ فَقَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحُثُّنَا عَلَى الصَّدَقَةِ وَيَنْهَانَا عَنِ الْمُثْلَةِ» فَأَتَيْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ فَسَأَلْتُهُ فَقَالَ: «كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَحُثُّنَا عَلَى الصَّدَقَةِ وَيَنْهَانَا عَنِ الْمُثْلَةِ»




অনুবাদঃ হেইয়্যাজ ইবনে ইমরান (রহ.) থেকে বর্ণিত:

তাঁর পিতার একটি গোলাম পালিয়ে গিয়েছিল। তখন তিনি আল্লাহর কাছে মানত করলেন যে, যদি তিনি তাকে ধরতে পারেন, তবে অবশ্যই তার হাত কেটে ফেলবেন। তাই তিনি আমাকে (মাসআলা) জিজ্ঞেস করার জন্য পাঠালেন। আমি সামুরাহ ইবনে জুনদুব (রা.)-কে জিজ্ঞেস করলাম। তখন তিনি বললেন: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাদকা (দান) করতে উৎসাহিত করতেন এবং অঙ্গ বিকৃত করতে (মুছলা করতে) নিষেধ করতেন।” অতঃপর আমি ইমরান ইবনে হুসাইন (রা.)-এর কাছে গেলাম এবং তাঁকে জিজ্ঞেস করলাম। তখন তিনিও বললেন: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাদকা (দান) করতে উৎসাহিত করতেন এবং অঙ্গ বিকৃত করতে (মুছলা করতে) নিষেধ করতেন।”