مسند الشافعي
Musnad Ash-Shafiyi
মুসনাদ আশ-শাফিঈ
مسند الشافعي (1648)
1648 - أَخْبَرَنَا ابْنُ عُلَيَّةَ ، عَنْ عَوْفٍ ، عَنْ سَيَّارِ بْنِ سَلامَةَ أَبِي الْمِنْهَالِ ، عَنْ أَبِي بَرْزَةَ الأَسْلَمِيِّ ، أَنَّهُ سَمِعَهُ يَصِفُ صَلاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ : ` كَانَ يُصَلِّي الصُّبْحَ ثُمَّ يَنْصَرِفُ وَمَا يَعْرِفُ الرَّجُلُ مِنَّا جَلِيسَهُ، وَكَانَ يَقْرَأُ بِالسِّتِّينَ إِلَى الْمِائَةِ ` *
অনুবাদঃ আবু বারযাহ আল-আসলামী (রাঃ) থেকে বর্ণিত, তিনি (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর সালাত বর্ণনা করতে গিয়ে বলেন: তিনি ফজরের সালাত আদায় করতেন, অতঃপর এমন সময়ে ফিরতেন যখন আমাদের মধ্যে কেউ তার পার্শ্ববর্তী ব্যক্তিকে চিনতে পারত না। আর তিনি (ফজরের সালাতে) ষাট থেকে একশো আয়াত তিলাওয়াত করতেন।