الحديث


مسند الشافعي
Musnad Ash-Shafiyi
মুসনাদ আশ-শাফিঈ





مسند الشافعي (1633)


1633 - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ ، أَوْ غَيْرُهُ مِنْ أَهْلِ الصِّدْقِ فِي الْحَدِيثِ، أَوْ هُمَا، عَنْ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، قَالَ : ` ابْتَاعَ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ بَيْعًا، فَقَالَ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ : لآتِيَنَّ عُثْمَانَ فَلأَحْجُرَنَّ عَلَيْكَ، فَأَعْلَمَ ذَلِكَ ابْنُ جَعْفَرٍ لِلزُّبَيْرِ، فَقَالَ : أَنَا شَرِيكُكَ فِي بَيْعِكَ، فَأَتَى عَلِيٌّ عُثْمَانَ ، فَقَالَ : احْجُرْ عَلَى هَذَا، فَقَالَ الزُّبَيْرُ : أَنَا شَرِيكُهُ، فَقَالَ عُثْمَانُ : أَحْجُرُ عَلَى رَجُلٍ شَرِيكُهُ الزُّبَيْرُ ؟ ! ` *




অনুবাদঃ উরওয়াহ ইবনে যুবাইর (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন:

আবদুল্লাহ ইবনে জাফর একটি ক্রয়-বিক্রয় সম্পন্ন করলেন। তখন আলী (রাঃ) বললেন, আমি অবশ্যই উসমান (রাঃ)-এর কাছে যাব এবং তোমার উপর (লেনদেনের) নিষেধাজ্ঞা জারি করাব। ইবনে জাফর বিষয়টি যুবাইর (রাঃ)-কে জানালেন। তিনি (যুবাইর) বললেন, আমি তোমার এই ক্রয়-বিক্রয়ের অংশীদার। এরপর আলী (রাঃ) উসমান (রাঃ)-এর কাছে এলেন এবং বললেন, এর (আবদুল্লাহ ইবনে জাফরের) উপর নিষেধাজ্ঞা জারি করুন। তখন যুবাইর (রাঃ) বললেন, আমি তার অংশীদার। উসমান (রাঃ) বললেন, আমি এমন ব্যক্তির উপর কীভাবে নিষেধাজ্ঞা জারি করব, যার অংশীদার যুবাইর?!