جزء القراءة خلف الإمام للبخاري
Juzul Qiraat Khalfal Imaam lil Bukhari
জুযউল কিরাআত খালফাল ইমাম লিল বুখারী
141 - حَدَّثَنَا مَحْمُودٌ قَالَ: حَدَّثَنَا الْبُخَارِيُّ قَالَ: حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شَرِيحٍ، قَالَ: حَدَّثَنَا ابْنُ حَرْبٍ، عَنِ الزُّبَيْدِيِّ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ عَبْدِ اللَّهِ بْنِ -[55]- عُتْبَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ: «قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَامَ النَّاسُ مَعَهُ وَكَبَّرُوا مَعَهُ وَرَكَعَ وَرَكَعَ نَاسٌ مِنْهُمْ ثُمَّ سَجَدَ وَسَجَدُوا مَعَهُ ثُمَّ قَامَ الثَّانِيَةَ فَقَامَ الَّذِينَ سَجَدُوا مَعَهُ وَحَرَسُوا إِخْوَانَهُمْ وَأَتَتِ الطَّائِفَةُ الْأُخْرَى فَرَكَعُوا وَسَجَدُوا مَعَهُ وَالنَّاسُ كُلُّهُمْ فِي صَلَاةٍ وَلَكِنْ يَحْرُسُ بَعْضُهُمْ بَعْضًا» قَالَ الْبُخَارِيُّ: وَكَذَلِكَ يُرْوَى عَنْ حُذَيْفَةَ، وَزَيْدِ بْنِ ثَابِتٍ، وَغَيْرِهِمْ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى بِهَؤُلَاءِ رَكْعَةً وَبِهَؤُلَاءِ رَكْعَةً حَدَّثَنَا مَحْمُودٌ قَالَ: حَدَّثَنَا الْبُخَارِيُّ قَالَ: حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي الْجَهْمِ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ قَالَ أَبُو عَبْدِ اللَّهِ الْبُخَارِيُّ: وَقَدْ أَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: الْوِتْرُ رَكْعَةٌ
অনুবাদঃ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত: নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ালেন, আর লোকেরাও তাঁর সাথে দাঁড়ালো এবং তারা তাঁর সাথে তাকবীর বললো, আর তিনি রুকু করলেন এবং তাদের থেকে কিছু লোক রুকু করলো, অতঃপর তিনি সিজদা করলেন এবং তারা তাঁর সাথে সিজদা করলো। অতঃপর তিনি দ্বিতীয়বার দাঁড়ালেন। তখন যারা তাঁর সাথে সিজদা করেছিলো, তারা দাঁড়িয়ে গেলো এবং তাদের ভাইদেরকে পাহারা দিতে লাগলো। আর অপর দলটি আসলো, অতঃপর তারা তাঁর সাথে রুকু করলো এবং সিজদা করলো। আর সকল লোকই নামাযের মধ্যে ছিলো, কিন্তু তাদের কিছু লোক অন্য কিছু লোককে পাহারা দিচ্ছিলো। ইমাম বুখারী (রাহিমাহুল্লাহ) বলেন: অনুরূপভাবে হুযাইফা (রাদ্বিয়াল্লাহু আনহুমা), যায়িদ ইবনু সাবেত (রাদ্বিয়াল্লাহু আনহুমা) এবং অন্যান্যদের থেকেও বর্ণিত আছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলটির সাথে এক রাকাআত এবং ওই দলটির সাথে এক রাকাআত নামায আদায় করেছেন। আমাদের কাছে মাহমূদ বর্ণনা করেছেন, তিনি বলেন: আমাদের কাছে আল-বুখারী বর্ণনা করেছেন, তিনি বলেন: আমাদের কাছে কুতাইবাহ বর্ণনা করেছেন, তিনি বলেন: আমাদের কাছে সুফিয়ান বর্ণনা করেছেন, আবূ সালামাহ থেকে, তিনি আবুল জাহম থেকে, তিনি উবায়দুল্লাহ ইবনু আবদুল্লাহ থেকে, তিনি ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুরূপ বর্ণনা করেছেন। আবূ আবদুল্লাহ আল-বুখারী বলেন: নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ দিয়েছেন যে, বিতর হল এক রাকাআত।
[নোটঃ AI দ্বারা অনূদিত]