خلق أفعال العباد للبخاري
Khalqu Afalil Ibad lil Bukhari
খালক্বু আফআলিল ইবাদ লিল বুখারী
خلق أفعال العباد للبخاري (279)
وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: ` رَجُلٌ آتَاهُ اللَّهُ الْقُرْآنَ فَهُوَ يَقومُ بِهِ آنَاءَ اللَّيْلِ وَآنَاءَ النَّهَارِ، وَرَجُلٌ يَقُولُ: لوْ أُوتِيتُ مِثْلَ مَا أُوتِيَ هَذَا لَفَعَلْتُ كَمَا يَفْعَلُ ` فَبَيَّنَ أَنَّ قيَامَهُ بِالْكِتَابِ هُوَ فِعْلُهُ
অনুবাদঃ নবী কারীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: "এক ব্যক্তি, আল্লাহ যাকে কুরআন দিয়েছেন এবং সে রাত ও দিনের বিভিন্ন প্রহরে তা নিয়ে দাঁড়িয়ে থাকে (তিলাওয়াত ও আমল করে), আর অপর এক ব্যক্তি যে বলে: 'যদি আমাকে তার মতো (কুরআন) দেওয়া হতো, তবে সে যা করে আমিও তা-ই করতাম।' সুতরাং তিনি স্পষ্ট করে দিলেন যে, কিতাব (কুরআন) নিয়ে তার দাঁড়িয়ে থাকাটাই হলো তার কাজ।"