قرة العينين برفع اليدين في الصلاة
Qurratul-Aynayn bi-Rafyil Yadayn fis Salat
জুযঊ রাফইল ইয়াদাইন ফিস সালাত
قرة العينين برفع اليدين في الصلاة (109)
109 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ الْمُقَدَّمِيُّ , حَدَّثَنَا أَبُو مَعْشَرٍ يُوسُفُ الْبَرَاءُ، حَدَّثَنَا مُوسَى بْنِ دِهْقَانَ قَالَ: «رَأَيْتُ أَبَانَ بْنَ عُثْمَانَ يُصَلِّي عَلَى الْجَنَازَةِ فَكَبَّرَ أَرْبَعًا يَرْفَعُ يَدَيْهِ فِي أَوَّلِ التَّكْبِيرَةِ»
অনুবাদঃ মুহাম্মাদ ইবন আবী বকর আল-মুকাদ্দামী আমাদের কাছে হাদীস বর্ণনা করেছেন, আবূ মা’শার ইউসুফ আল-বারা’ আমাদের কাছে হাদীস বর্ণনা করেছেন, মূসা ইবন দিহকান আমাদের কাছে হাদীস বর্ণনা করেছেন। তিনি বলেন:
«আমি আবান ইবন উসমানকে জানাযার নামাযে দেখেছি। তিনি চার তাকবীর বললেন এবং প্রথম তাকবীরে দু’হাত তুললেন।»