ضعيف الجامع الصغير وزيادته
Daiful Jami
দ্বইফুল জামি
ضعيف الجامع الصغير وزيادته (6434)
6434 - يقتل عند كنزكم هذا ثلاثة كلهم ابن خليفة ثم لا يصير إلى واحد منهم ثم تطلع الرايات السود من قبل المشرق فيقتلونكم قتلا لم يقتله قوم فإذا رأيتموه فبايعوه ولو حبوا على الثلج فإنه خليفة الله المهدي
(د ك) عن ثوبان.
تحقيق الشيخ ناصر الدين الألباني: (ضعيف)
অনুবাদঃ থাওবান (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত: তোমাদের এই ধন-ভান্ডারের কাছে তিনজন লোক নিহত হবে, যাদের প্রত্যেকেই হবে একজন খলিফার পুত্র। অতঃপর তাদের কারো কাছেই (ক্ষমতা বা ধন-ভান্ডার) পৌঁছবে না। এরপর পূর্বদিক থেকে কালো পতাকাগুলো উদিত হবে। অতঃপর তারা তোমাদের এমনভাবে হত্যা করবে যা অন্য কোনো জাতি করেনি। যখন তোমরা তাদের (নেতাকে) দেখবে, তখন তাদের সাথে আনুগত্যের শপথ গ্রহণ করবে, যদিও তোমাদের বরফের ওপর দিয়ে হামাগুড়ি দিয়ে যেতে হয়। কারণ তিনি আল্লাহর খলিফা—মাহদী।