صحيح الجامع الصغير وزيادته
Sahihul Jami
সহীহুল জামি
8170 - «ينزل ناس من أمتي بغائط يسمونه البصرة عند نهر يقال له: دجلة يكون عليه جسر يكثر أهلها وتكون من أمصار المسلمين فإذا كان في آخر الزمان جاء بنوقنطوراء قوم عراض الوجوه صغار الأعين حتى ينزلوا على شط النهر فيتفرق أهلها ثلاث فرق فرقة يأخذون أذناب البقر والبرية وهلكوا وفرقة يأخذون لأنفسهم وكفروا وفرقة يجعلون ذراريهم خلف ظهورهم ويقاتلونهم وهم الشهداء» .
تحقيق الشيخ ناصر الدين الألباني:
(حسن) [حم د] عن أبي بكرة. المشكاة 5432.
অনুবাদঃ আবূ বাকরাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, আমার উম্মতের কিছু লোক এক জলাভূমিতে এসে বসতি স্থাপন করবে, যার নাম তারা দেবে বসরা। এটি দজলা নামক নদীর কাছে অবস্থিত, যার উপর একটি সেতু থাকবে। এর অধিবাসী বৃদ্ধি পাবে এবং এটি মুসলমানদের নগরীগুলোর অন্যতম হবে। যখন শেষ যামানা আসবে, তখন বানু কান্তুরাহ গোত্রের কিছু লোক আসবে, যাদের মুখমণ্ডল চওড়া এবং চোখ ছোট ছোট। এমনকি তারা নদীর তীরে এসে নামবে। তখন সেখানকার অধিবাসীরা তিন ভাগে বিভক্ত হয়ে যাবে: একদল গরুর লেজ ধরে প্রান্তরের দিকে চলে যাবে, ফলে তারা ধ্বংস হবে। আর একদল নিজেদের জন্য (নিরাপত্তা) গ্রহণ করবে এবং কুফুরি করবে। আর একদল তাদের সন্তানদের পিঠের পিছনে রেখে তাদের সাথে যুদ্ধ করবে। আর তারাই হবে শহীদ।