الحديث


سنن الدارقطني
Sunan Ad-Daraqutni
সুনান আদ-দারাকুতনী





سنن الدارقطني (4828)


4828 - حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ الْوَاثِقِ , نا الْقَاسِمُ بْنُ زَكَرِيَّا , نا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرِ بْنِ يَحْيَى الْبَرْمَكِيُّ , نا مَعْنٌ , نا مَالِكٌ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ , عَنْ أَبِي هُرَيْرَةَ , قَالَ: كَانَتِ الْقُصْوَى لَا تُسْبَقُ فَجَاءَ أَعْرَابِيٌّ عَلَى بَكْرٍ فَسَابَقَهُ فَسَبَقَهَا فَشَقَّ ذَلِكَ عَلَى الْمُسْلِمِينَ , فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ -[547]- سُبِقَتِ الْعَضْبَاءُ , وَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّهُ حَقٌّ عَلَى اللَّهِ أَنْ لَا يَرْفَعَ شَيْئًا مِنَ الْأَرْضِ إِلَّا وَضَعَهُ»




অনুবাদঃ আবু হুরায়রা (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনী) কাসওয়াকে কেউ অতিক্রম করতে পারত না। অতঃপর একজন বেদুঈন তার একটি অল্পবয়সী উটে আরোহণ করে এসে তার সাথে দৌড় প্রতিযোগিতা করলো এবং তাকে অতিক্রম করে গেল।

মুসলমানদের কাছে বিষয়টি খুবই কষ্টদায়ক মনে হলো। তারা বললেন: ইয়া রাসূলাল্লাহ! (আপনার উটনী) আদবা পরাজিত হয়েছে!

তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন: “আল্লাহর জন্য এটি একটি অনিবার্য (বা স্বাভাবিক) বিধান যে, তিনি জমিনের উপর কোনো বস্তুকে উঁচু করেন না, কিন্তু তাকে (একসময়) নিচে নামিয়ে দেন।”