سنن الدارقطني
Sunan Ad-Daraqutni
সুনান আদ-দারাকুতনী
4824 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ مُبَشِّرٍ , نا أَحْمَدُ بْنُ سِنَانٍ , نا يَزِيدُ بْنُ هَارُونَ , نا سَعِيدُ بْنُ زَيْدٍ , نا الزُّبَيْرُ بْنُ خِرِّيتٍ , نا أَبُو لُبَيْدٍ لُمَازَةُ بْنُ زَبَّارٍ قَالَ: أُرْسِلَتِ الْخَيْلُ مِنَ الْحَجَّاجِ وَالْحَكَمُ بْنُ أَيُّوبَ عَلَى الْبَصْرَةِ فَأَتَيْنَا الرِّهَانَ , فَلَمَّا جَاءَتِ الْخَيْلُ قُلْنَا: لَوْ مِلْنَا إِلَى أَنَسِ بْنِ مَالِكٍ فَسَأَلْنَاهُ أَكَانُوا يُرَاهِنُونَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ , قَالَ: فَمِلْنَا إِلَيْهِ وَهُوَ فِي قَصْرِهِ -[545]- بِالزَّاوِيَةِ , فَقُلْنَا: يَا أَبَا حَمْزَةَ أَكُنْتُمْ تُرَاهِنُونَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , أَوْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُرَاهِنُ؟ , قَالَ: " نَعَمْ وَاللَّهِ لَقَدْ رَاهَنَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى فَرَسٍ لَهُ يُقَالُ لَهُ: سَبِخَةٌ فَجَاءَتْ سَابِقَةً فَهَشَّ لِذَلِكَ وَأَعْجَبَهُ".
অনুবাদঃ আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:
আবু লুবাইদ লুমাজাহ ইবনু যাব্বার (রাহিমাহুল্লাহ) বলেন, হাজ্জাজ (ইবনু ইউসুফ)-এর পক্ষ থেকে ঘোড়সওয়ারদের পাঠানো হয়েছিল এবং হাকাম ইবনু আইয়ুব তখন বসরার দায়িত্বে ছিলেন। আমরা ঘোড়দৌড়ের স্থানে উপস্থিত হলাম। যখন ঘোড়াগুলো সেখানে আসল, তখন আমরা ভাবলাম, যদি আমরা আনাস ইবনু মালিক (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর নিকট যাই এবং তাঁকে জিজ্ঞাসা করি যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে কি তারা ঘোড়দৌড়ের বাজি ধরতেন?
বর্ণনাকারী বলেন, এরপর আমরা তাঁর নিকট গেলাম, যখন তিনি যাভিয়া নামক স্থানে তাঁর প্রাসাদে অবস্থান করছিলেন। আমরা বললাম: হে আবু হামযাহ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর যুগে কি আপনারা ঘোড়দৌড়ের বাজি ধরতেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাজি ধরতেন?
তিনি বললেন: হ্যাঁ, আল্লাহর শপথ! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর একটি ঘোড়ার উপর বাজি ধরেছিলেন, যেটির নাম ছিল ‘সাবিখাহ‘। সেটি প্রথম স্থান অধিকার করে ফিরে এসেছিল। ফলে তিনি তাতে খুবই উৎফুল্ল হয়েছিলেন এবং বিষয়টি তাঁকে মুগ্ধ করেছিল।