سنن الدارقطني
Sunan Ad-Daraqutni
সুনান আদ-দারাকুতনী
4801 - حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ , نا سَعِيدُ بْنُ يَحْيَى الْأُمَوِيُّ , نا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ , عَنِ الْحَجَّاجِ بْنِ أَرْطَاةَ , عَنْ مَكْحُولٍ , عَنْ أَبِي إِدْرِيسَ , عَنِ الْخُشَنِيِّ , قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ إِنَّا نُخَالِطُ الْمُشْرِكِينَ وَلَيْسَ -[533]- لَنَا قُدُورٌ وَلَا آنِيَةٌ غَيْرُ آنِيَتِهِمْ , قَالَ: فَقَالَ: «اسْتَغْنُوا عَنْهَا مَا اسْتَطَعْتُمْ فَإِنْ لَمْ تَجِدُوا فَارْحَضُوهَا بِالْمَاءِ فَإِنَّ الْمَاءَ طَهُورُهَا ثُمَّ اطْبُخُوا فِيهَا»
অনুবাদঃ আল-খুশানী (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি বললাম, ‘ইয়া রাসূলাল্লাহ! আমরা মুশরিকদের সাথে মিলেমিশে বসবাস করি এবং তাদের হাঁড়ি-পাতিল ও বাসনকোসন ছাড়া আমাদের অন্য কোনো হাঁড়ি-পাতিল বা বাসনকোসন নেই।’
তিনি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন: ‘তোমরা যতদূর সম্ভব সেগুলো পরিহার করো (অর্থাৎ ব্যবহার করা থেকে বিরত থাকো)। কিন্তু যদি তোমরা অন্য পাত্রের ব্যবস্থা করতে না পারো, তবে সেগুলোকে পানি দ্বারা ভালোভাবে ধৌত করে নাও। কেননা পানিই সেগুলোর পবিত্রতাকারী। অতঃপর তোমরা সেগুলোতে রান্না করো।’