الحديث


سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর





سنن سعيد بن منصور (75)


75 - سَعِيدٌ قَالَ: نا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ إِبْرَاهِيمَ، قَالَ: كَانَ عَبْدُ اللَّهِ «لَا يُقَاسِمُ بِالْإِخْوَةِ مِنَ الْأَبِ مَعَ الْإِخْوَةِ مِنْ أَبٍ وَأُمٍّ، وَلَا بِأَخَوَاتٍ -[72]- مِنْ أَبٍ مَعَ أَخَوَاتٍ مِنْ أَبٍ وَأُمٍّ»




অনুবাদঃ আব্দুল্লাহ (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,

তিনি (মীরাসের অংশ নির্ধারণের সময়) সহোদর (একই পিতা ও মাতার পক্ষ থেকে) ভাইদের উপস্থিতিতে বৈমাত্রেয় (শুধু পিতার পক্ষ থেকে) ভাইদেরকে অংশীদারিত্ব দিতেন না এবং সহোদর বোনদের উপস্থিতিতে বৈমাত্রেয় বোনদেরকেও অংশীদারিত্ব দিতেন না।