سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর
37 - سَعِيدٌ قَالَ: نا سُفْيَانُ، عَنِ ابْنِ أَبِي نَجِيحٍ، عَنْ عَطَاءٍ، قَالَ: قُلْتُ لِابْنِ عَبَّاسٍ: إِنَّ النَّاسَ لَا يَأْخُذُونَ بِقَوْلِي وَلَا بِقَوْلِكَ وَلَوْ مُتُّ أَنَا وَأَنْتَ مَا اقْتَسَمُوا مِيرَاثًا عَلَى مَا نَقُولُ، قَالَ: «فَلْيَجْتَمِعُوا فَلْنَضَعْ أَيْدِيَنَا عَلَى الرُّكْنِ ثُمَّ نَبْتَهِلْ فَنَجْعَلَ لَعْنَةَ اللَّهِ عَلَى الْكَاذِبِينَ، مَا حَكَمَ اللَّهُ بِمَا قَالُوا»
অনুবাদঃ ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত,
আতা (রাহিমাহুল্লাহ) বলেন, আমি ইবনু আব্বাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-কে বললাম, "নিশ্চয়ই লোকেরা আমার কথা ও আপনার কথা গ্রহণ করছে না। আমি ও আপনি উভয়ে মারা গেলেও তারা আমাদের সিদ্ধান্ত অনুযায়ী উত্তরাধিকার সম্পদ বণ্টন করবে না।"
তিনি বললেন, "তাহলে তারা যেন একত্রিত হয় এবং আমরা রুকনের (কাবাঘরের কোণ) উপর আমাদের হাত রাখি। এরপর আমরা মুবাহালা করি (আন্তরিকভাবে আল্লাহর কাছে প্রার্থনা করি), অতঃপর মিথ্যাবাদীদের উপর আল্লাহর লা’নত (অভিসম্পাত) নির্ধারণ করি। আল্লাহ তাদের বক্তব্যের ভিত্তিতে কোনো ফয়সালা দেননি।"