الحديث


سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর





سنن سعيد بن منصور (31)


31 - سَعِيدٌ قَالَ: نا أَبُو الْأَحْوَصِ، قَالَ: نا أَشْعَثُ بْنُ سُلَيْمٍ، عَنِ الْأَسْوَدِ، قَالَ: لَمَّا قَدِمَ مُعَاذٌ الْيَمَنَ سُئِلَ عَنِ ابْنَةٍ وَأُخْتٍ فَأَعْطَى الِابْنَةَ النِّصْفَ وَأَعْطَى الْأُخْتَ النِّصْفَ "




অনুবাদঃ আসওয়াদ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত। তিনি বলেন, যখন মু’আয (রাদ্বিয়াল্লাহু আনহুমা) ইয়েমেনে (শাসনকর্তা হিসেবে) আগমন করলেন, তখন তাঁকে এক কন্যা ও এক (সহোদরা) বোনের (মীরাসের অংশ) সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তিনি কন্যাকে অর্ধেক (সম্পদ) দিলেন এবং (সহোদরা) বোনকে অর্ধেক দিলেন।