الحديث


سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর





سنن سعيد بن منصور (2973)


2973 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ , نا أَيُّوبُ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ قَالَ: قَالَ سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ: مَا أَزْعُمُ أَنِّي بِقَمِيصِي هَذَا أَحَقُّ مِنِّي بِالْخِلَافَةِ، قَدْ جَاهَدْتُ إِذْ أَنَا أَعْرِفُ الْجِهَادَ، وَلَا أَبْخَعُ نَفْسِي أَنْ يُقَالَ رَجُلٌ خَيْرٌ مِنِّي، وَاللَّهِ لَا أُقَاتِلُ حَتَّى تَأْتُونِي بِسَيْفٍ لَهُ لِسَانٌ وَشَفَتَانِ، فَيَقُولُ: هَذَا مُؤْمِنٌ وَهَذَا كَافِرٌ "




অনুবাদঃ সা’দ ইবনু আবী ওয়াক্কাস (রাদ্বিয়াল্লাহু আনহুমা) থেকে বর্ণিত:

আমি এই দাবী করি না যে, আমার এই পরিহিত জামার কারণে আমি খিলাফতের জন্য অন্য কারো চেয়ে বেশি হকদার। আমি তখন জিহাদ করেছি যখন আমি জিহাদকে চিনতাম। আর অন্য কোনো ব্যক্তিকে আমার চেয়ে উত্তম বলা হলে আমি নিজেকে ছোট করি না। আল্লাহর কসম! আমি ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করব না যতক্ষণ না তোমরা আমার কাছে এমন একটি তলোয়ার নিয়ে আসো যার জিভ ও ঠোঁট আছে এবং সেটি বলবে: "এ মু’মিন এবং এ কাফির।"