الحديث


سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর





سنن سعيد بن منصور (2959)


2959 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، قَالَ: قَالُوا لِجَابِرِ بْنِ زَيْدٍ: إِنَّ أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانُوا لَا يَرَوْنَ بِالدَّخِيلِ بَأْسًا، قَالَ: «هُمْ أَعَفُّ مِنْ ذَلِكَ»




অনুবাদঃ জাবের ইবনে যায়েদ (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, লোকেরা তাঁকে জিজ্ঞেস করলো: “নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সাহাবীগণ (অবৈধ বা বিবাহ বহির্ভূত) যৌন সংস্পর্শে (الدَّخِيل) কোনো আপত্তি বা সমস্যা মনে করতেন না।”

তিনি (জাবের ইবনে যায়েদ) বললেন, “তাঁরা (সাহাবীগণ) এর চেয়েও অনেক বেশি পবিত্র ও সচ্চরিত্র।”