الحديث


سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর





سنن سعيد بن منصور (2939)


2939 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ، عَنْ أَبِي جَعْفَرٍ الْأَنْصَارِيِّ، قَالَ: دَخَلْتُ مَعَ الْمِصْرِيِّينَ عَلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ، فَلَمَّا ضَرَبُوهُ خَرَجْتُ أَشْتَدُّ قَدْ مَلَأْتُ فُرُوجِي عَدْوًا حَتَّى دَخَلْتُ الْمَسْجِدَ، فَإِذَا رَجُلٌ جَالِسٌ فِي نَحْوٍ مِنْ عَشْرَةٍ، وَعَلَيْهِ عِمَامَةٌ سَوْدَاءُ، فَقَالَ لِي: «مَا وَرَاءَكَ؟» فَقُلْتُ: قَدْ وَاللَّهِ قَدْ فُرِغَ مِنَ الرَّجُلِ، فَقَالَ: «تَبًّا لَكُمْ آخِرَ الدَّهْرِ» وَإِذَا هُوَ عَلِيٌّ




অনুবাদঃ আবু জাফর আল-আনসারী (রাহিমাহুল্লাহ) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি মিসরীয়দের (বিদ্রোহীদের) সাথে উসমান ইবনে আফ্ফান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর কাছে প্রবেশ করলাম। যখন তারা তাঁকে আঘাত করল, আমি দ্রুত দৌড়ে বেরিয়ে এলাম। আমি দ্রুতগতিতে ছুটতে ছুটতে মসজিদে প্রবেশ করলাম। সেখানে একজন লোককে দেখতে পেলাম যিনি প্রায় দশজনের মতো লোকের মাঝে বসেছিলেন এবং তাঁর মাথায় কালো পাগড়ি ছিল। তিনি আমাকে জিজ্ঞেস করলেন: "কী খবর?" আমি বললাম: আল্লাহর শপথ! ঐ ব্যক্তির (উসমান (রাদ্বিয়াল্লাহু আনহুমা)-এর) কাজ শেষ হয়ে গিয়েছে (অর্থাৎ তিনি শহীদ হয়েছেন)। তখন তিনি বললেন: "তোমাদের জন্য অবশিষ্ট কালের জন্য ধ্বংস (বা ধিক্কার)!" আর তিনি ছিলেন আলী (রাদ্বিয়াল্লাহু আনহুমা)।