الحديث


سنن سعيد بن منصور
Sunan Sayeed bin Mansur
সুনান সাঈদ বিন মানসুর





سنن سعيد بن منصور (2930)


2930 - حَدَّثَنَا سَعِيدٌ قَالَ: نا عُثْمَانُ بْنُ مَطَرٍ، قَالَ: حَدَّثَنِي أَبُو حَرِيزٍ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ: «أَصَابَ الْمُسْلِمُونَ سَبَايَا مِنْ أَوْطَاسٍ فَنَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ -[384]-، عَنِ الْحَبَالَى أَنْ يُوطَأْنَ حَتَّى يَضَعْنَ حَمْلَهُنَّ، وَمَنْ لَمْ تَكُنْ حَامِلًا فَلْتَسْتَبْرِئْ بِحَيْضَةٍ»




অনুবাদঃ আমির আশ-শাবী (রহ.) থেকে বর্ণিত: মুসলিমগণ আওতাস থেকে কিছু বন্দিনী লাভ করেছিলেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গর্ভবতী বন্দিনীদের সাথে সহবাস করতে নিষেধ করলেন, যতক্ষণ না তারা তাদের গর্ভের সন্তান প্রসব করে। আর যে (বন্দিনী) গর্ভবতী নয়, সে যেন এক ঋতুস্রাবের মাধ্যমে ইস্তিবরা’ (গর্ভাশয়ের পবিত্রতা নিশ্চিত) করে নেয়।