الحديث


موطأ مالك
Muwatta Malik
মুওয়াত্তা মালিক





موطأ مالك (2857)


2857 - وَحَدَّثَنِي عَن مَالِكٍ، عَن عَبْدِ اللهِ بْنِ أَبِي بَكْرٍ، عَن أَبِيهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ اسْتَعْمَلَ رَجُلاً مِنْ بَنِي عَبْدِ الأَشْهَلِ عَلَى الصَّدَقَةِ، فَلَمَّا قَدِمَ سَأَلَهُ إِبِلاً مِنَ الصَّدَقَةِ، فَغَضِبَ رَسُولُ اللهِ صَلى الله عَلَيهِ وَسَلمَ، حَتَّى عُرِفَ الْغَضَبُ فِي وَجْهِهِ، وَكَانَ مِمَّا يُعْرَفُ بِهِ الْغَضَبُ فِي وَجْهِهِ، أَنْ تَحْمَرَّ عَيْنَاهُ، ثُمَّ قَالَ: إِنَّ الرَّجُلَ لَيَسْأَلُنِي مَا لاَ يَصْلُحُ لِي، وَلاَ لَهُ، فَإِنْ مَنَعْتُهُ كَرِهْتُ الْمَنْعَ، وَإِنْ أَعْطَيْتُهُ أَعْطَيْتُهُ مَا لاَ يَصْلُحُ لِي وَلاَ لَهُ، فَقَالَ الرَّجُلُ: يَا رَسُولَ اللهِ، لاَ أَسْأَلُكَ مِنْهَا شَيْئًا أَبَدًا.




অনুবাদঃ আব্দুল্লাহ ইবনে আবি বকরের পিতা থেকে বর্ণিত, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানু আব্দিল আশহাল গোত্রের এক ব্যক্তিকে সাদাকা (যাকাত) সংগ্রহের দায়িত্বে নিযুক্ত করেছিলেন। যখন লোকটি (সংগ্রহ শেষে মদীনায়) ফিরে আসলো, তখন সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে সাদাকার উট থেকে কিছু চাইল। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হলেন, এমনকি তাঁর চেহারা মুবারকে রাগ স্পষ্ট ফুটে উঠলো। আর তাঁর চেহারা মুবারকে রাগ প্রকাশ পাওয়ার অন্যতম নিদর্শন ছিল এই যে, তাঁর চোখ দুটি লাল হয়ে যেত। অতঃপর তিনি বললেন: "নিশ্চয়ই এই লোকটি আমার কাছে এমন কিছু চাইছে যা আমার জন্য এবং তার জন্যও শোভনীয় নয়। যদি আমি তাকে তা দিতে বারণ করি, তবে আমি বারণ করাকে অপছন্দ করি। আর যদি আমি তাকে তা দেই, তবে আমি তাকে এমন কিছু দেব যা আমার জন্য এবং তার জন্যও শোভনীয় নয়।" তখন লোকটি বললো: "হে আল্লাহর রাসূল! আমি কক্ষনো আপনার কাছে এই সাদাকা (যাকাত) থেকে কিছুই চাইবো না।"